Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছেযেজন্ম মৃত্যু নিবন্ধন BDRIS সফটওয়্যারের সার্ভার স্বাভাবিক রয়েছে। জন্ম মৃত্যু নিবন্ধন আবেদন গ্রহণে সার্ভারে কোন সমস্যা নাই। কোন নিবন্ধন কার্যালয় বা কোন ব্যক্তি BDRIS সার্ভারে সমস্যা রয়েছে মর্মে তথ্য প্রদান করলে support@bdris.gov.bd, help@bdris.gov.bd ইমেইলে অথবা ১৬১৫২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। 

BDRIS সিস্টেমের প্রমাণক সংযুক্তির সীমা 100KB এর স্থলে 2MB করা হয়েছে। এখন থেকে প্রমাণক স্পষ্ট , দৃশ্যমান পড়ার উপযোগী করে আপলোড করার জন্য অনুরোধ করা হল।

জন্ম মৃত্যু নিবন্ধন সম্পর্কিত তথ্য প্রাপ্তির সুবিধার্থে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে একটি কলসেন্টার চালু করা হয়েছে। কলসেন্টারের নম্বর ১৬১৫২।  

জন্ম মৃত্যু নিবন্ধনের BDRIS সফটওয়ার সংক্রান্ত সমস্যা জানাতে সকল নিবন্ধন কার্যালয়কে স্ক্রিনশর্টসহ বিস্তারিতভাবে সমস্যাটি লিখে   support@bdris.gov.bd ইমেইলে  যোগাযোগ করার অনুরোধ করা হলো। 

জন্ম মৃত্যু নিবন্ধনের সময় নিবন্ধন কার্যালয়ের সেবা প্রাপ্তিতে কোন সমস্যার সম্মুখীন হলে সে বিষয়ে বিস্তারিত লিখে grievance@bdris.gov.bd ইমেইলে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

আবেদনকারী নাগরিকগণ সেবা প্রাপ্তিতে কোন সমস্যার সম্মুখীন হলে help@bdris.gov.bd ইমেইলে যোগাযোগ করুণ।  

         


শিরোনাম
বজ্রপাতের ঝুঁকি হ্রাসে তালগাছ রোপন কর্মসূচির আওতায় তালের চারা/আঁটি রোপন করার কার্যক্রম উদ্বোধন...
বিস্তারিত

আজ ১১ সেপ্টেম্বর ২০১৭ সকাল ১১ টায় এ উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সর্বমোট ৮১টি ওয়ার্ডের ১টি করে নির্বাচিত রাস্তার পাশে বজ্রপাতের ঝুঁকি হ্রাসে তালগাছ রোপন কর্মসূচির আওতায় তালের চারা/আঁটি রোপন করার কার্যক্রম উদ্বোধন করা হয়। কেন্দ্রীয়ভাবে উপজেলা পরিষদের নিকটবর্তী উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গণিপুর-উদরাজপুর সড়কে তালের চারা/আঁটি রোপন করার মাধ্যমে একযোগে সমগ্র উপজেলার কার্যক্রম শুভ উদ্বোধন করেন জনাব মোঃ দিদারুল কবির, চেয়ারম্যান উপজেলা পরিষদ, দাগনভূঞা, ফেনী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম ভূঞা, উপজেলা নির্বাহী অফিসার, দাগনভূঞা, ফেনী। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পঞ্চাশ হাজার (৫০,০০০) তালের চারা/আঁটি রোপনের নির্ধারিত লক্ষ্যমাত্রায় আজ প্রায় বিশ হাজার (২০,০০০) তালের চারা/আঁটি রোপন করার মাধ্যমে এ কার্যক্রমের যাত্রা শুরু হলো।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/09/2017
আর্কাইভ তারিখ
30/06/2018