কালের স্বাক্ষী বহনকারী ফেনী নদীর পাশে গড়ে উঠা দাগনভূঁঞা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল জায়লস্কর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ জায়লস্কর ইউনিয়ন সুনাম ধন্য ও সুবৃস্থিত।
ক) নাম – জায়লস্কর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – 5458 একর
গ) লোকসংখ্যা – 70000 জন
ঘ) গ্রামের সংখ্যা – 19 টি।
ঙ) মৌজার সংখ্যা – 19টি।
চ) হাট/বাজার সংখ্যা - 04 টি।
ছ) উপজেলা থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/বাস।
জ) শিক্ষার হার – ৬1.10%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- 15টি,
উচ্চ বিদ্যালয়ঃ 06টি,
মাদ্রাসা- 05 টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – মামুনুর রশীদ (মিলন)
ঞ) মসজিদ 115 টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
বিশেষ প্রতিষ্ঠান ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র যাহা দুই (02) জন্য উদ্যোক্তা দ্বারা পরিচালিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস