Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে জায়লস্কর ইউনিয়ন

কালের স্বাক্ষী বহনকারী ফেনী নদীর পাশে গড়ে  উঠা দাগনভূঁঞা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল জায়লস্কর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ জায়লস্কর ইউনিয়ন সুনাম ধন্য ও সুবৃস্থিত।

 

ক) নাম –  জায়লস্কর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – 5458 একর

গ) লোকসংখ্যা – 70000 জন

ঘ) গ্রামের সংখ্যা – 19 টি।

ঙ) মৌজার সংখ্যা – 19টি।

চ) হাট/বাজার সংখ্যা - 04 টি।

ছ) উপজেলা থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/বাস।

জ) শিক্ষার হার – ৬1.10%। 

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- 15টি,

    উচ্চ বিদ্যালয়ঃ 06টি,

    মাদ্রাসা- 05 টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – মামুনুর রশীদ (মিলন)

ঞ) মসজিদ 115 টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।                                   

 

   বিশেষ প্রতিষ্ঠান ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র   যাহা  দুই (02) জন্য উদ্যোক্তা দ্বারা পরিচালিত হয়।