আজ ১১ সেপ্টেম্বর ২০১৭ সকাল ১১ টায় এ উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সর্বমোট ৮১টি ওয়ার্ডের ১টি করে নির্বাচিত রাস্তার পাশে বজ্রপাতের ঝুঁকি হ্রাসে তালগাছ রোপন কর্মসূচির আওতায় তালের চারা/আঁটি রোপন করার কার্যক্রম উদ্বোধন করা হয়। কেন্দ্রীয়ভাবে উপজেলা পরিষদের নিকটবর্তী উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গণিপুর-উদরাজপুর সড়কে তালের চারা/আঁটি রোপন করার মাধ্যমে একযোগে সমগ্র উপজেলার কার্যক্রম শুভ উদ্বোধন করেন জনাব মোঃ দিদারুল কবির, চেয়ারম্যান উপজেলা পরিষদ, দাগনভূঞা, ফেনী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম ভূঞা, উপজেলা নির্বাহী অফিসার, দাগনভূঞা, ফেনী। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পঞ্চাশ হাজার (৫০,০০০) তালের চারা/আঁটি রোপনের নির্ধারিত লক্ষ্যমাত্রায় আজ প্রায় বিশ হাজার (২০,০০০) তালের চারা/আঁটি রোপন করার মাধ্যমে এ কার্যক্রমের যাত্রা শুরু হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS