ইউ ডি সি কি ?
ইউ ডি সি(U D C) হচ্ছে Union Digital center ।এটি একটি তথ্য ও সেবা বিতরণী প্রতিষ্ঠান। জনগণের সামগ্রীক প্রয়োজনীয়তার কথাবিবেচনা করে বর্তমান সরকার বাংলাদেশকে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই স্থানীয় প্রতিষ্ঠানটি স্থাপন করেছে । এই প্রতিষ্ঠানটি জনগণকে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে তথ্য ও সেবা প্রদান করে থাকে । এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে জনগণের প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করার জন্য নিবেদিত প্রাণকর্মী হিসেবে আত্মনিয়োগ করেন স্থানীয় একজন ব্যাক্তি । যিনি প্রতিষ্ঠানটির উদ্যোক্তা নামে পরিচিত ।
ইউ ডি সি এর কাজ কি?
ইউ ডি সি এর কাজ হলো স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকার তথ্য ও বিভিন্ন প্রকার প্রয়োজনীয় সেবা সমূহ স্বল্প মূল্যে জনগণের খুব কাছে থেকে দোর গোড়ায় সেবা পৌঁছানো । আর এরই পরয়াসে জনগণের দোরগোড়ায় সেবা এই শ্লোগানকে দীপ্ত রেখে বাংলাদেশকে ডিজিটালাইজ করার ব্রতনিয়ে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে এই ইউ ডি সি ।
আমাদের জায়লস্কর ইউনিয়ন পরিষদে একটি সক্রিয় ইউ ডি সি রয়েছে । এই ইউ ডি সি জনগণকে তাদের প্রয়োজনানুসারে তথ্য ও সেবা প্রদান করে যাচ্ছে ।আপনারা যেকেউ চাইলেই দূর-দূরান্তে নাগিয়ে এই তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রয়োজনীয় তথ্য ও সেবা নিতে পারেন অত্যন্ত খরচে ।
জায়লস্কর ইউনিয়ন ডিজিটাল সেন্টার
০৮নং জায়লস্কর ইউনিয়ন পরিষদ
সিলোনিয়া বাজার,দাগনভূঞা, ফেনী।
আলাপনী: ০১৮৭৮-৫৬৬৫৫১(উদ্যোক্তা)
ইমেইল: mranafeni@gmail.com
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS